রাজধানীতে সোমবার গভীর রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনাগুলো ঘটে যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা ও বসুন্ধরা গেট এলাকায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে একে একে চারটি স্থানে আগুন লাগে। ঘটনাগুলোর মধ্যে তিনটি বাস ছিল সড়কের পাশে পার্কিং অবস্থায়।
প্রথমে রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। দুইটি ইউনিটের তৎপরতায় রাত আড়াইটার দিকে আগুন নিভে যায়। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একই রাতে রাত ২টা ৩৫ মিনিটের দিকে ১০০ ফিট রোডের পাশে বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেখা যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত হন।
সবশেষে ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধারাবাহিকভাবে এক রাতে একাধিক অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

