নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর পশ্চিমপাড়া এলাকায় শনিবার (১৮ অক্টোবর) সকাল অনুমান ৮টার দিকে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটে ফকিরবাড়ি জামে মসজিদের সামনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের বিএনপি’র দুটি গ্রুপ—নজরুল ইসলাম আজাদের অনুসারী জহির গ্রুপ এবং সহ-সভাপতি কবিরের অনুসারীরা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, মামলা-মোকদ্দমা ও গ্রাম্য দ্বন্দ্বকে কেন্দ্র করে বিরোধের মধ্যে ছিল।
আজ সকাল ৮টার দিকে উভয় পক্ষের প্রায় ৩০০-৩৫০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ প্রায় চার ঘণ্টা চলে। জহির গ্রুপের খাইরুদ্দিন (৪৫), মতিন (৫১), আলামিন (৩৩) ও কালু মিয়া (৩২) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, কবির গ্রুপের সেন্টু (৩৮), দেলোয়ার (৩৩), হক মিয়া (৩০), হবি উল্লাহ (৪০) এবং এক অজ্ঞাত নারী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া উভয় পক্ষের আরও ৮-১০ জন সামান্য আহত হয়েছেন। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, উভয় পক্ষের মধ্যে যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
নারায়ণগঞ্জ সার্কেল এএসপি মেহেদী ইসলাম বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক।”
একুশে সংবাদ/এ.জে