AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের কার্গো ভিলেজের আগুন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪১ পিএম, ১৮ অক্টোবর, ২০২৫

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের কার্গো ভিলেজের আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কয়েক ঘণ্টা কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।সন্ধ্যার পরও ভিলেজটির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত সাড়ে নয়টা পর্যন্ত ৫ ঘণ্টা পার হলেও এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সর্বশেষ তথ্যমতে, মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া সিভিল অ্যাভিয়েশন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিজিবির সদস্যরাও অগ্নিনির্বাপণে যুক্ত রয়েছেন।

কার্গো ভিলেজটি মূলত বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য সংরক্ষণের স্থান। আগুন লাগার পরই শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, আর একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউস থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ আগুনে রূপ নেয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, এলাকাজুড়ে ঘন ধোঁয়া ও তাপের প্রভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা এলাকাজুড়ে নিরাপত্তা বলয় তৈরি করেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্য। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো ভিলেজের কাপড়, প্লাস্টিক ও কেমিক্যাল মজুদের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!