AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতভর বৃষ্টি, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৭ এএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রাতভর বৃষ্টি, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

রাত থেকে চলা টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা, ফলে সকালেই ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ।

মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার ও মৌচাকের কিছু অংশে হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের কয়েকটি জায়গাতেও পানি জমে আছে। এতে অনেক সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল (রোববার) রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এ ছাড়া আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে একটি ২৪ ঘণ্টার মধ্যে এবং অপরটি ২৪ সেপ্টেম্বরের দিকে তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!