AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাইলস্টোন কলেজে পাঠদান শুরু,চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৯ এএম, ৬ আগস্ট, ২০২৫

মাইলস্টোন কলেজে পাঠদান শুরু,চলছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান কার্যক্রম ফের শুরু হয়েছে। সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর ১২ দিনের ছুটি এবং পরবর্তী দুই দিনের মানসিক সহায়তা কার্যক্রম শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস নিয়মিতভাবে শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম দুই দিন আয়োজন করা হয় দোয়া মাহফিল, মানসিক প্রশমন এবং কাউন্সেলিং সেশন। এরপর ধাপে ধাপে পাঠদান কার্যক্রম সচল হয়েছে। আগামী তিন মাসব্যাপী শিক্ষার্থীদের জন্য মনোসামাজিক কাউন্সেলিং চলবে বলেও জানান তিনি।

অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই কোনো শিক্ষার্থীকে জোর করে ক্লাসে আনা হয়নি; বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হচ্ছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ বেশি লক্ষ্য করা গেছে, বিশেষ করে ছাত্রীদের মধ্যে। এ কারণে তাদের জন্য বিশেষ সেশন চালু রয়েছে।

তিনি আরও বলেন, "একটি কাউন্সেলিং সেশন যথেষ্ট নয়—এটা আমরা জানি। অনেক শিক্ষার্থীর জন্য ধারাবাহিক সহায়তা প্রয়োজন হবে। এজন্য ফর্ম মাস্টারদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া যাচাই করে সেসব অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

প্রতিষ্ঠানের সূত্র জানায়, ব্র্যাক, বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের মনোবিজ্ঞান বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি কাউন্সেলিং টিম কাজ করছে। প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগত সেশন চালু থাকলেও বর্তমানে দলগত কাউন্সেলিং পরিচালিত হচ্ছে। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি স্তরের শিক্ষার্থী এতে অন্তর্ভুক্ত।

এ বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী বলেন, যারা এখনো মানসিকভাবে বিপর্যস্ত, তাদের অন্য কোনো শাখা বা শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে না। সরকারের গঠিত তিনটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ভবনের ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ ধাপে ধাপে ছুটি ঘোষণা করে এবং সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!