AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নারী কাবাডি বিশ্বকাপ

উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:১৮ পিএম, ১৭ নভেম্বর, ২০২৫

উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে সূচনা করেছে বাংলাদেশ। স্মৃতি আক্তার ও রূপালির নেতৃত্বে দলটি প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে সামান্য এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুইবার প্রতিপক্ষকে অলআউট করে ব্যবধান বড় করে জয় নিশ্চিত করে।

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উপস্থিত ছিলেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। শিক্ষার্থীদের করতালি এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়।

বাংলাদেশের স্মৃতি আক্তার ম্যাচসেরা নির্বাচিত হন। রাজশাহীর এ খেলোয়াড় প্রথমবার বিশ্বকাপ খেললেও দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জয়ের পথে নিয়ে যান। তিনি বলেন, “শুরুর দিকে একটু স্নায়ুচাপ ছিল, কারণ উগান্ডার সঙ্গে আগে কখনো খেলিনি। তবে প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাস বেড়েছে। ইনশাআল্লাহ, পরবর্তী ম্যাচগুলোতেও ভালো খেলে দেশের জন্য পদক জিততে চাই।”

বাংলাদেশ মঙ্গলবার ‘এ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!