রাজধানীর সূত্রাপুরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে (১১ জুলাই) কাগজিটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১১ জুলাই) সকালে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন—রিপন (৪০), তার স্ত্রী চাঁদনি (৩৫), ছেলে তামিম (১৮), রোকন (১৪) এবং দেড় বছরের কন্যা আয়শা।
রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুরের সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা ভবনের নিচতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো পরিবারটি। রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের আসবাবপত্রের সঙ্গে আগুনে দগ্ধ হন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামিমের ৪২ শতাংশ, রোকনের ৬০ শতাংশ এবং ছোট শিশু আয়শার ৬৩ শতাংশ পুড়ে গেছে। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে তিনি জানান।
একুশে সংবাদ/আ.ট/এ.জে