AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণা ডিএমপির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৪ পিএম, ১৫ মে, ২০২৫

রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

রাজধানীর গুরুত্বপূর্ণ ৯টি স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

যেসব স্থানে নিষেধাজ্ঞা জারি
ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষিদ্ধ স্থানের তালিকায় রয়েছে:
১. প্রধান বিচারপতির সরকারি বাসভবন
২. বিচারপতি ভবন
৩. জাজেস কমপ্লেক্স
৪. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট
৫. মাজার গেট
৬. জামে মসজিদ গেট
৭. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রবেশ গেট
৮. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর প্রবেশ গেট
৯. বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখভাগ

ডিএমপির সতর্কতা
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়,“সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।”

এছাড়া যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে বিভিন্ন দাবিদাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ না করার আহ্বানও জানিয়েছে ডিএমপি।

এই নিষেধাজ্ঞা এমন এক সময় জারি করা হলো, যখন রাজধানীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে লাগাতার কর্মসূচি চলছে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Shwapno
Link copied!