রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।
সোমবার (৫ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ১০টি ইউনিট। টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে ঠিক কী কারণে আগুন লেগেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্তে একটি দল গঠন করা হবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সিরাজ টাওয়ারের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভবনটিতে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযানে যোগ দিতে হয় বিশেষ দমকল ইউনিটকে।
একুশে সংবাদ/স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

