রাজধানীর ব্যস্ত বানিজ্যিক এলাকা পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি ঘটে রাত ৮টা ২৫ মিনিটে, ভবনটির ১১তম তলায়। ফারস হোটেলের বিপরীতে অবস্থিত বহুতল ভবনটিতে আগুন লাগার পর দ্রুত বাসিন্দারা নিচে নেমে আসেন এবং পথচারীরা নিরাপদ দূরত্বে সরে যান। কালো ধোঁয়া ও গর্জন তুলতে থাকা আগুন মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে একে একে মোট সাতটি ইউনিট যোগ দেয়। এক ঘণ্টার প্রাণান্ত চেষ্টায় আগুন নিচতলায় ছড়ানোর আগেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে,“ভবনের শীর্ষতলা থেকে আগুনের সূত্রপাত হলেও নিচে ছড়ায়নি। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :