রাজধানীর উত্তরায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণ ও তরুণী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ প্রান্তে রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তরুণীটির মৃত্যু হয়। গুরুতর আহত তরুণকে হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা শুভ নামে একজন জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে তরুণ-তরুণী রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। তখন একদিকে ঢাকাগামী ও অপরদিকে টঙ্গীগামী দুটি ট্রেন চলছিল। ট্রেন দুটি ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তরুণী নিহত হন। আহত তরুণকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "উত্তরা থেকে আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।"
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :