বিদায় ২০২৪,ঢাকায় খ্রিস্টীয় নব বর্ষবরণের সময় আতশবাজি পোড়াতে গিয়ে পৃথক ঘটনায় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দগ্ধ হন তাঁরা। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় তাঁদের।
আজ বুধবার (১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। দগ্ধরা হলেন– ফারহান (৮), সিফান মল্লিক (১২), সুমাত(২০), সেন্টু (৪৫) ও তফসির (৩)।
ডা. শাওন বিন রহমান জানান, নববর্ষে আতশবাজি পোড়াতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হলে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে ফারহান ১৫ শতাংশ,সিফান মল্লিকের ১ শতাংশ,সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি বলেন, দগ্ধের পরিমাণ বেশি থাকায় ফারহানকে ভর্তি দেওয়া হয়েছে। অন্যদের দগ্ধের পরিমান কম থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

