ঢাকার ‘বকশিবাজার’র নামরহস্য
বকশি মূলত মুসলিমদের ব্যবহৃত একটি উপাধি বা পদবি-বিশেষ। মুঘল আমলে যেসব রাজকর্মচারী বেতন বণ্টনের কাজে নিয়োজিত ছিলেন, তাদের ডাকা হতো বকশি নামে।

ঢাকার এখন যে এলাকায় বকশিবাজার সেই এলাকাতেই ছিল বকশিদের সরকারি বাসস্থান। তাছাড়া এখানে তারা দৈনন্দিন কেনাকাটার জন্য একটি বাজারও প্রতিষ্ঠা করেন। সেই হিসেবে এলাকাটির নাম হয়েছে বকশিবাজার।

একুশে সংবাদ/ইন./এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

