রাজধানীর খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় একটি চারতলা ভবন থেকে পড়ে মো. মাহমুদ পারভেজ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারভেজকে হাসপাতালে নিয়ে আসা মো. শাহ আলম বলেন, মাহমুদ পারভেজ পূর্ব গোড়ান এলাকার ৩১৪ নম্বর বাসার মো. হাবিবুর রহমানের ছেলে।
তিনি বলেন, দুপুরে নিজেদের বাসার চারতলার ছাদে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান মাহমুদ পারভেজ। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

