গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের ভূমসারা গ্রামে এ লিফলেট বিতরণ করা হয়।
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ পদপ্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মাহফুজ হাসান, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদল নেতা মো. মাসুম মোল্লা, ৭নং ভাবড়াশুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. সজীব শেখ, ছাত্রদল নেতা আজমাইন, ইয়াসিন ও রিমনসহ আরও অনেকে।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
একুশে সংবাদ/এ.জে