রাজধানীর মেরাদিয়ায় বাসার ছাদ থেকে পড়ে মো. রিয়াজুদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে মেরাদিয়ার ভূঁইয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রিয়াজুদ্দিন ওই এলাকার মো: সালামত মিয়ার ছেলে বলে জানা যায়।
নিহত রিয়াজুদ্দিনের নানা মো. সুরুজ্জামান বাংলানিউজকে জানান, স্থানীয় একটি প্রাইমারি স্কুলের ছাত্র রিয়াজুদ্দিন দুপুরে ৭ তলা বাসার ছাদে ঘুড়ি উড়াতে যায়। এসময় অসাবধানতাবসত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

