রাজধানীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল পৌনে ৫টার দিকে ফকিরাপুলে ও সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, বিকেলে খবর পেয়ে ফকিরাপুল ট্রাফিক সিগন্যালের পাশের সড়ক থেকে একটি মরদেহ (৫৫) উদ্ধার করা হয়। ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তিনি ভিক্ষাবৃত্তি করতেন এবং ওই এলাকাতেই থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ নেওয়াজ জানান, সকালে খবর পেয়ে গোলাপ শাহ মাজার সংলগ্ন সড়ক থেকে একটি মরদেহ (৪০) উদ্ধার করা হয়। মরদেহের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

