ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন এম এম হুসাইন। তিনি সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমাল ইবনে ইউসুফের জামাতা। চৌধুরী আকমাল ইবনে ইউসুফের কোনো ছেলে না থাকায় তার জামাতা হিসেবে এম এম হুসাইন তার উত্তরসূরী হিসেবে কাজ করবেন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনের জনগণের সুখ-দুঃখের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গী গ্রামে চৌধুরী আকমাল ইবনে ইউসুফের দোয়া মাহফিল অনুষ্ঠানে এই ঘোষণা দেন। অনুষ্ঠানে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন চৌধুরী আকমাল ইবনে ইউসুফের সহধর্মিনী মিসেস মাহফুজা ইউসুফ, স্বতন্ত্র প্রার্থী এম এম হুসাইন, মোঃ খবির শেখসহ অনেকে।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন দিয়েছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খানকে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ইসাহাক সরদার, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ মিজানুর রহমান মোল্লা, জামায়াতে ইসলামি বাংলাদেশ, জাকের পার্টি বাংলাদেশ এবং শক্তিশালী এক স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগসহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রার্থী প্রস্তুতি নিচ্ছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

