AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিবহন শ্রমিকদের ফ্রী চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান কার্যক্রমের উদ্বোধন


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৭:০৬ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

পরিবহন শ্রমিকদের ফ্রী চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান কার্যক্রমের উদ্বোধন

দেশের সকল পরিবহন শ্রমিকদের ঢাকায় চোখের যত্ন ও দৃষ্টিশক্তি উন্নয়নের উদ্দেশ্যে ফ্রি “চক্ষু পরীক্ষা ও ফ্রি চশমা প্রদান কার্যক্রম” উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিনাল প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, ভিশনস্প্রিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।

এ সময় এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই উদ্যোগ পরিবহন শ্রমিকদের চোখের যত্ন নিশ্চিত করবে, কর্মদক্ষতা বাড়াবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সাহায্য করবে। তিনি আরও উল্লেখ করেন, বিআরটিএ জনবল ও শক্তি সীমিত হওয়ায় এই ধরনের সমন্বিত উদ্যোগ খুবই প্রয়োজন।

মহাসচিব মো. সাইফুল আলম জানান, প্রথম পর্যায়ে দুই হাজার চালকের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনে চশমা প্রদান করা হবে। পরে সায়দাবাদ, মহাখালীসহ দেশের অন্যান্য টার্মিনাল ও জেলা পর্যায়েও কার্যক্রম সম্প্রসারিত হবে।

ভিশনস্প্রিং বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাওদা বলেন, দৃষ্টিশক্তি দুর্বল হলে চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়। এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের দৃষ্টিস্বাস্থ্য রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা হবে।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে দেশের কমপক্ষে ৫০ হাজার পরিবহন শ্রমিকের জন্য চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ করা হবে এবং চোখের যত্ন, সড়ক নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ সময় পরিবহন সংগঠন ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!