১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী রাজনৈতিক অভ্যুদয় শুরু হয় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। এই পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের মানুষকে বাকস্বাধীনতা ও বহুদলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হয়।
৭ই নভেম্বর উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার বেলা তিনটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জৈনপুরী খানকা মাঠ থেকে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মিছিলটি গলাচিপা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গলাচিপার দশমিনা নির্বাচনী এলাকার জনপ্রিয় নেতা হাসান মামুন। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু, সহ-সভাপতি মাকসুদ আলম তালুকদার, মোহাম্মদ মশিউর রহমান শাহিন খন্দকার, আসাদুজ্জামান সবুজ প্যাদা, মিয়া মোঃ মাসুম বিল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব জসিম উদ্দিন খান, মোঃ জাহিদুল ইসলাম মিন্টু, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দও মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলের সময় নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী-১১৩(৩) আসনের মনোনয়ন স্থগিত প্রত্যাহার করে ধানের শীষ মার্কার সমর্থনে হাসান মামুনকে প্রার্থী ঘোষণা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানসহ স্থায়ী কমিটির কাছে জোর দাবি জানায়।
র্যালি ও সমাবেশে পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

