রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় হুমায়ুন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুড় আড়াইটার দিকে কারওয়ানবাজারর কামারপট্টি এলাকায় রেললাইনে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সারে ৩টার দিকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, হুমায়ুন কারওয়ান বাজারে সবজি আড়তে মানুষের বাজার বহন করতো। থাকতো কারওয়ান বাজারে। দুপুড়ে কামারপট্টি রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে মৃত ব্যক্তি নাম ছাড়া বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
একুশে সংবাদ/বিএইচ