বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা এক দফা দাবিতে চতুর্থ দফা অবরোধের আগে আজ রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ যাত্রীবাহী বাসে, গাবতলী বাসস্ট্যান্ড ও নটরডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাত ৯ টায় সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডে ও ৮ টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, রাত ৮টা ৩০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে রাত আটটা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে। এর আগে, ৮ টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তখন সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রনে আনে।
এর আগে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় রাজধানীর ফার্মগেটে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :