AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুয়েট শিক্ষার্থীদের তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:২৩ পিএম, ২৬ আগস্ট, ২০২৫

বুয়েট শিক্ষার্থীদের  তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনের হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল পোনে ৪টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে অবস্থান নেন। এর ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা রোকনের বিরুদ্ধে হত্যার হুমকির প্রতিবাদ এবং প্রকৌশল খাতে সংস্কারের জন্য প্রতিবাদ জানাচ্ছেন। বুয়েটের ছাত্রলীগের প্রাক্তন নেতা আবরার ফাইয়াজ ফেসবুকে জানান, ঢাকায় অবস্থিত সকল প্রকৌশল অনুষদে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭, বুয়েট) গত সোমবার (২৫ আগস্ট) ডিপ্লোমাধারীরা নেসকো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে, আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটি এবং অন্যান্য প্রকৌশল অনুষদ থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগে মিছিল আয়োজন করতে বলা হয়েছে। এছাড়া দেশের বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং ডিসি অফিসের সামনে মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়ন এবং প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠনের দাবি তুলেছেন।

 

একুশে সংবাদ/কা.বে/এ.জে

Link copied!