আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে মোহাম্মদপুর শের শাহসূরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি`র কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৫-২০২৭ইং) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। উন্নয়নের প্রার্থীদের ভোট দিতে চান ভোটাররা। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশনার জানান প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রথম ভোটাধিকার প্রয়োগে নেতৃত্ব বাছাই করবে ভোটাররা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।
শনিবার (২৩ আগষ্ট ) রাজধানীর একটি মাদ্রাসা প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ সকাল ১০টা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। মোট প্রার্থী ২৮ জন। ১৫টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন প্রত্যাহার করেন ২ জন। মোট ভোটার সংখ্যা ২২৩ জন। ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ জোনায়েত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ ইয়াছিন এবং নির্বাহী সদস্য পদে মোঃ শফিকুর রহমান, বশির আহম্মেদ, মোঃ কবির হোসেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফরিদ উদ্দিন ফরহাদ ও মোঃ সিদ্দিক আবেদিন, সহ-সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ সোহাগ ও এস এম আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ ওমর ফারুক,
মোঃ জিয়াউল হক, মোঃ রুহুল আমিন ও শামসুল আলম (সোয়েব), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবির ও আনোয়ার হোসেন (রনি), সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ মাসুদ রানা (রনি) ও মোঃ আহাদ হোসেন (জনি), ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ নূরে আলম, আব্দুল মমিন ও মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ রাশেদুল খন্দকার (মুছা) ও আইয়ুব আলী মজুমদার।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশনার। আমরা প্রার্থীরা সবাই সবার পরিচিত। কোন রকম বিশৃঙ্খলা হবে না। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই শের শাহসূরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি`র উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই শের শাহসূরী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি`র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
সমবায় অধিদপ্তরের নির্বাচনে দায়িত্ব রত প্রিজাইডিং অফিসার মোঃ শিবলী জামান বলেন, নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। প্রার্থীরা একে অপরের পরিচিত। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
এই নির্বাচনের নির্বাচন কমিশনার বলেন, এই প্রথম ভোটাধিকার প্রয়োগে নেতৃত্ব বাছাই করবে ভোটাররা। তাই সবার মাঝেই আনন্দ অনুভূতি হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আশাকরি নির্বাচনের ভোট গননা শেষে খুব দ্রুত ফলাফল প্রকাশ করতে পারবো।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে