রাজধানীতে চুরির সরঞ্জামসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে নগদ ৪৫ হাজার টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো: সবুজ সিকদার, মো: মেহেদী ও আশরাফুল হায়দার চৌধুরী।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম-বার সাংবকদিকদের জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত তিনজনসহ তাদের ৫ জনের একটি দল আছে। তারা সবাই মাদকসেবী। মাদকের টাকা জোগানোর জন্য চুরি করতো। এভাবে তারা অর্ধশতাধিক চুরি করেছে বলে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকায় একটি বাসা থেকে নগদ প্রায় তিন লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদেরকে শনাক্ত করা হয়।
গ্রেফতারকৃত সবুজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি, মেহেদীর বিরুদ্ধে ৫টি ও আশরাফুলের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :