রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি **মোঃ জুয়েল (৩৫)**কে র্যাব-৫-এর যৌথ অভিযানে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬:৩০ মিনিটে র্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের যৌথ দল নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জুয়েল নাটোর সদরের জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে।
সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামীর বন্ধু হওয়ার সুবাদে জুয়েল পুঠিয়া থানার পীরগাছা গ্রামে ভিকটিমের বাড়িতে যাতায়াত করত। গত ৭ অক্টোবর রাতে ভিকটিমের স্বামী অনুপস্থিতিতে জুয়েল ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ভিকটিম পরে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে অভিযান চালানো হয়। আটককৃত জুয়েলকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে