চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের একটি পুকুরে দুর্বৃত্তদের দুষ্কৃত্যে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে পুকুরে থাকা সব মাছ মারা ভেসে উঠেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক।
স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি প্রবাসী মো. আলম দিদার সিআইপি গতবছর ৩ লাখ টাকায় ৫ বছরের জন্য খাজনায় নিয়েছিলেন। তার মধ্যে ৮০ হাজার টাকার মাছের পোনা ছাড়াও ছেড়ে দেওয়া হয়েছিল। আলম দিদার জানান, গত শুক্রবার দিবাগত রাতে কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে