AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুবায়েদ হত্যার বিচারে আদালত প্রাঙ্গণে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৪:১১ পিএম, ২১ অক্টোবর, ২০২৫

জুবায়েদ হত্যার বিচারে আদালত প্রাঙ্গণে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) ছাত্রদল নেতা আহ্বায়ক সদস্য মো. জোবায়েদ হোসেনের হত্যাকারীদের বিচার চেয়ে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। 

এ সময় আসামিদের শাস্তি চেয়ে স্লোগানে বলতে থাকে, "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? বিচার বিচার বিচার চাই, জোবায়েদ ভাইয়ের বিচার চাই: রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়: আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না।" এছাড়াও তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

এর আগে এ হত্যাকাণ্ডের দুই আসামি মাহির ও আইলানকে আদালতে এনে গারদখানায় নেয়া হয়।  

বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক বলেন, "আমার ভাই জোবায়েদের রক্ত বৃথা যেতে দিবো না। আমরা খুনীদের সর্বোচ্চ শাস্তি চাই।" 

উল্লেখ্য, জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নুরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের একটি বাড়িতে ছাত্রী বর্ষাকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন। 

রবিবার (১৯ অক্টোবর) বিকালে সাড়ে ৪টার দিকে ওই বাসার তিন তলায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সিঁড়ি থেকে তিন তলা পর্যন্ত রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!