AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার বছরের প্রিয় কুকুর “কালু” হারিয়ে কিশোরগঞ্জ শহরজুড়ে মাইকিং


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৬:১৭ পিএম, ২১ অক্টোবর, ২০২৫

চার বছরের প্রিয় কুকুর “কালু” হারিয়ে কিশোরগঞ্জ শহরজুড়ে মাইকিং

কিশোরগঞ্জ শহরের অলিগলি জুড়ে ভেসে বেড়াচ্ছে এক করুণ আহ্বান— “একটি কুকুর হারিয়ে গেছে, কেউ দেখে থাকলে দয়া করে খবর দিন।”

কুকুর হারানোয় শহরজুড়ে মাইকিং— এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তবে এটি যে কোনো সাধারণ কুকুর নয়, তা বোঝা যায় মালিকের কণ্ঠেই। চার বছরের প্রিয় সঙ্গী “কালু”কে হারিয়ে চোখের জল সামলাতে পারছেন না কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকুল কান্তি তরফদার।

গত শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নিখোঁজ হয় দেশীয় জাতের এই কুকুরটি। গায়ের রং কালো, গলার চারপাশে সাদা পশমের একটি বৃত্ত, এবং গলায় একটি বেল্ট ছিল— এ ছিল ‘কালু’র পরিচয়।

প্রিয় সঙ্গীকে হারানোর পরপরই অনুকুল কান্তি তরফদার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং শহরজুড়ে মাইকিংয়ের ব্যবস্থা নেন।

তিনি আবেগভরা কণ্ঠে বলেন, “কালুকে আমি কুকুর বলব না, ও আমার পরিবারের সদস্য। চার বছর ধরে সন্তানের মতো লালন করেছি। প্রতিদিন সকাল-বিকেলে একসঙ্গে হাঁটতাম। সেদিনও হাঁটতে বেরিয়েছিলাম, হঠাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দেখি— কালু নেই! সারারাত খুঁজেছি, পাইনি। পরিবারের সবাই খুব কষ্টে আছে।”

তিনি আরও জানান, কালু খুব শান্ত ও নম্র স্বভাবের কুকুর। হয়তো পথ হারিয়ে গেছে বা কারও ঘরে আশ্রয় নিয়েছে। সবাইকে অনুরোধ করছি, কেউ যদি ওকে দেখে থাকেন, দয়া করে খবর দিন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “কুকুর নিখোঁজের বিষয়ে মালিকের পক্ষ থেকে অভিযোগ এসেছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।”

এদিকে শহরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত মাইকিং চলছে। আংশিক বিবরণ অনুযায়ী, কুকুরটির গায়ের রঙ কালো, গলায় সাদা পশমের বৃত্ত এবং গলায় বেল্ট পরানো। কেউ দেখে থাকলে অনুগ্রহ করে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

মানুষের সঙ্গে প্রাণের সম্পর্ক কতটা গভীর হতে পারে, তার এক বাস্তব উদাহরণ এই ঘটনা। চার বছরের প্রিয় সঙ্গীকে হারিয়ে অনুকুল কান্তি তরফদার এখন প্রতীক্ষায়—হয়তো একদিন কালু ফিরে আসবে তার প্রিয় মালিকের কাছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!