লক্ষ্মীপুরের মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার কারেন্ট জাল, যার বাজার মূল্য ১৭ লাখ টাকা, এবং ২৫ কেজি ইলিশসহ ৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ২১ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে সাংবাদিকদের জানান, মেঘনা নদীতে অভিযানে আটক জেলেদের মধ্যে ২ জনকে ভ্রাম্যমান আদালতে হাজির করে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। অপর ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক করা কারেন্ট জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অপর দিকে, রায়পুর উপজেলার খাসেরহাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এসব ইলিশও স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
মৎস্য বিভাগ জানাচ্ছে, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে নদীতে ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায়।
একুশে সংবাদ/এ.জে