বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মের গঠনে ভূমিকা রাখবেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
বার্তায় জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে—২০২৫ সালের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়ানো হবে এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি পাবে।
প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি সরকার ন্যায্য মনে করে। তবে গত ১৫ বছরের দুর্নীতি ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশ পুনরুদ্ধারের প্রক্রিয়ায় রয়েছে, ফলে একসঙ্গে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির মতো সক্ষমতা এখনো তৈরি হয়নি।
এতে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের দাবিনিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা গত কয়েকদিন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
বার্তায় তিনি সংশ্লিষ্ট উপদেষ্টাদের আন্তরিক পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে এসে নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে আবারও অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”
একুশে সংবাদ/এ.জে