AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ডে শোকসভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৪:২২ পিএম, ২১ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ডে শোকসভা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ করায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, “এই হত্যাকাণ্ড শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়, সমগ্র জাতির জন্য গভীর বেদনার বিষয়। জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

সভায় ট্রেজারার সাবিনা শরমীন বলেন, “আমাদের শিক্ষার্থীরা পরিশ্রম ও মেধা দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে। তাঁদের প্রতি শ্রদ্ধা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

শিক্ষক সমিতির সভাপতি মো. মোশাররাফ হোসেন বলেন, “দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রইছ উদ্‌দীন প্রস্তাব করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ এবং শিক্ষার্থীদের সহায়তায় একটি বিশেষ ফান্ড গঠন করা উচিত।

সভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

এ সময় জুবায়েদের ভাই সৈকত হোসেন, শিক্ষক, সহপাঠী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিচারণ ও বিচার দাবিতে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জুবায়েদ হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী (২১ ও ২২ অক্টোবর) শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!