AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেহেদী উৎসবের মাধ্যমে প্রকাশ্যে ইবি ছাত্রীসংস্থা


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৫:৪৫ পিএম, ২১ অক্টোবর, ২০২৫

মেহেদী উৎসবের মাধ্যমে প্রকাশ্যে ইবি ছাত্রীসংস্থা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে ইসলামী ছাত্রীসংস্থা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের কার্যক্রম চালায় সংগঠনটি। এতে তারা নতুন সদস্য আহ্বান ও নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্রও বিতরণ করেন।

উৎসবস্থল ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় সুসজ্জিত চারটি বুথ স্থাপন করা হয়েছে। এর একটি বুথ সংগঠন সম্পর্কে জানানোর জন্য, বাকিগুলো উপহার প্রদান, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদী দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। উৎসবে নারী শিক্ষার্থীদের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। উৎসবস্থলে আসা শিক্ষার্থী হুমায়রা তাসনিম বলেন, নারী শিক্ষার্থীদের নিয়ে ছাত্রীসংস্থার মেহেদী উৎসব খুবই ভালো উদ্যোগ। আমার খুবই ভালো লেগেছে। আমরা সব ফ্রেন্ডরা মিলে এসে মেহেদী দিয়েছি। আমরা চাই ক্যাম্পাসে এমন আরো সুন্দর সুন্দর আয়োজন করা হোক।

শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে এটি আয়োজন করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সময়ে এ ধরনের আয়োজন বিস্তৃত পরিসরে ছাত্রীদের সম্পৃক্ততায় আনা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রমগুলো করার চেষ্টা করছি এবং সামনের দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!