পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যা মামলায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ। জুবায়েদ নিয়মিত বর্ষার বাসায় গিয়ে তাকে পড়াতেন বলে জানা গেছে।
রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা এলাকা থেকে বর্ষাকে আটক করা হয়। পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদেরও পুলিশ নজরদারিতে রেখেছে।
নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
পুলিশ জানায়, টিউশনি করতে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হন জুবায়েদ। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রীকে আটক করা হয়েছে। বাসার অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য কয়েকটি টিম অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই তাদেরও আটক করা সম্ভব হবে।”
এর আগে রোববার বিকেল সাড়ে চারটার দিকে টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে খুন হন জুবায়েদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ধরে প্রাথমিক আলামত সংগ্রহ করে।
একুশে সংবাদ/এ.জে