AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ডে ছাত্রী ও তার প্রেমিক সন্দেহের তালিকায়


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৯:১৭ পিএম, ১৯ অক্টোবর, ২০২৫

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ডে ছাত্রী ও তার প্রেমিক সন্দেহের তালিকায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ রহমান হত্যাকাণ্ডে নতুন তথ্য উদঘাটন করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সঙ্গে জুবায়েদের এক ছাত্রী ও তার প্রেমিকের সম্পৃক্ততা থাকতে পারে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত জুবায়েদ নিয়মিত ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বর্ষাকে টিউশন করাতেন। রবিবার সন্ধ্যায় তার বাসায় পড়াতে যাওয়ার কথা ছিল। এর আগে বর্ষা ফোনে সময় ও ঠিকানা নিশ্চিত করেন।

পরে পুরান ঢাকার একটি ভবন থেকে জুবায়েদের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর বর্ষা নিজেই ফোন করে জুবায়েদের রুমমেটকে জানান— “স্যার খুন হয়ে গেছে।” তবে প্রশ্ন উঠেছে, বর্ষা কীভাবে রুমমেটের নাম্বার পেলেন এবং তাদের মধ্যে সম্পর্কের গভীরতা কতটা ছিল।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছি। প্রাথমিকভাবে ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে ধারণা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!