ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চারটি বিভাগ ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রবিজ্ঞান, ফার্মেসি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনের স্বপ্ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম চৌধুরী, প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবু তারেকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা কেবল পেশাগত জ্ঞান অর্জনের বিষয় নয়; এটি মানবিকতা, নৈতিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যম।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “নিজ নিজ বিভাগে মেধা, সৃজনশীলতা ও সততার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে আগামী দিনের নেতৃত্বের জন্য।”
উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শৃঙ্খলা, পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাফল্যের দিকে এগিয়ে যেতে পরামর্শ দেন। অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হতে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে সংগীত, কবিতা আবৃত্তি, ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সবশেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে তোলে।
একুশে সংবাদ/এ.জে