পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে এ বছরে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৫৬২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ হাজার ৫৫২ জন। তাঁদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৪৪ জন।
কবি নজরুল সরকারি কলেজে এবার পাশের হার ৮৯ দশমিক ৬৯ শতাংশ । পাশ করেছেন ১ হাজার ৩৯২ জন। ১৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অনুপস্থিত ১০ জন।
শিক্ষাপ্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৫ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১ ও মানবিক বিভাগ থেকে ০৯ জন।
উল্লেখ্য এর আগে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩।
একুশে সংবাদ/এ.জে