যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গত বছরের তুলনায় প্রায় ২০০ ধাপ এগিয়েছে। এবার প্রতিষ্ঠানটির অবস্থান ৮০১–১০০০ এর মধ্যে। এর মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে আবারও নিজেদের অবস্থান বজায় রেখেছে জাতীয় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি।
বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে আসে। এ বছর বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় এই র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে।
ঢাবির জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১–১২০০ এর মধ্যে। নতুন সূচকে অগ্রগতির পেছনে রয়েছে গবেষণার মান, গবেষণা পরিবেশ এবং শিল্পখাতের সঙ্গে অংশীদারিত্বের উন্নতি।
তথ্য অনুযায়ী,গবেষণা পরিবেশ সূচকে ঢাবির স্কোর বেড়েছে ১০.৩ থেকে ১৩.৩,গবেষণার মান সূচকে ৬৭.২ থেকে ৭৬.৫,শিল্পক্ষেত্রের সহযোগিতা সূচকে ২১.৪ থেকে ৩৩.২,শিক্ষা সূচকে বর্তমান স্কোর ১৭.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৪৫ পয়েন্ট অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।
র্যাংকিং উন্নয়নের লক্ষ্যে গঠিত ১৬ সদস্যের কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর নেতৃত্বে এই কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। কমিটিতে আরও রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, এবং বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও একাগ্রতার প্রতিফলন।”
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যের আরেক শীর্ষস্থানীয় সংস্থা কিউএস (Quacquarelli Symonds) প্রকাশিত সাম্প্রতিক র্যাংকিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা অবস্থান ধরে রেখেছে। সেখানে প্রতিষ্ঠানটির অবস্থান ৫৮৪তম।
একুশে সংবাদ/এ.জে