AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ আবরার ফাহাদের স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৯:২৩ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

শহীদ আবরার ফাহাদের স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

সত্য ও ন্যায়ের প্রতীক শহীদ আবরার ফাহাদকে স্মরণে কিশোরগঞ্জে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। রশিদাবাদ ইউনিয়নের উলুহাটি গ্রামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১২০টি ছারা রোপণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেন উলুহাটি উত্তরপাড়া মাদ্রাসার ছাত্র ও স্থানীয় এলাকাবাসী। অংশগ্রহণকারীরা জানান, শহীদ আবরার ফাহাদের স্মরণে গাছের চারা রোপণ করা হলো, কারণ গাছ জীবন, নবজাগরণ ও স্থায়িত্বের প্রতীক।

আয়োজক আশিকুজ্জামান আশিক বলেন, “আবরার ফাহাদ ছিলেন সত্য ও ন্যায়ের সাহসী কণ্ঠস্বর। তাঁর আদর্শ যেন প্রতিটি সবুজ পাতায়, প্রতিটি শ্বাসে বেঁচে থাকে—এই প্রত্যয় নিয়েই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই গাছগুলো একদিন বড় হয়ে ছায়া দেবে, ফল দেবে এবং মানুষের উপকারে আসবে—যেমন আবরার ফাহাদের ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা হয়ে আছে।”

বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তিতে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!