এশিয়ান কাপ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে সমতায় মাঠ ছাড়ল বাংলাদেশ ও হংকং। ম্যাচের শুরুতেই আলো ছড়ান লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী, তবে শেষ মুহূর্তে গোল হজম করে সমতায় ফিরে আসে হংকং।
ম্যাচের ১৩তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা। বক্সের বাইরে থেকে নেয়া তার কোণাকুণি শটটি হংকংয়ের এক ডিফেন্ডারের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। গোলটি পাওয়ার পর বেশিরভাগ সময় এগিয়ে থেকে নিয়ন্ত্রিত খেলায় ছিল স্বাগতিক বাংলাদেশ।
কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়েই গোল খেয়ে বসে জামাল ভূঁইয়ারা। কর্নার কিক থেকে ডিফেন্স ক্লিয়ার করতে ব্যর্থ হলে হংকংয়ের এক খেলোয়াড় বল জালে পাঠিয়ে দেয়। এতে স্কোরলাইন দাঁড়ায় ১-১।
প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল খেয়ে কিছুটা হতাশায় মাঠ ছাড়ে বাংলাদেশ, তবে এখনো ম্যাচের ভাগ্য নির্ধারণ বাকি দ্বিতীয়ার্ধে।
একুশে সংবাদ/এ.জে