AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে শিক্ষার আলোকবর্তিকা বেলায়েত হোসেন মৃধা স্মরণ



মুকসুদপুরে শিক্ষার আলোকবর্তিকা বেলায়েত হোসেন মৃধা স্মরণ

গোপালগঞ্জের মুকসুদপুরের কৃষ্ণাদিয়া গ্রামের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বেলায়েত হোসেন মৃধাকে। তিনি শুধু একজন শিক্ষক বা সমাজসেবক ছিলেন না, ছিলেন শিক্ষার আলোকবর্তিকা। আজ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

শিক্ষার আলো যখন গ্রামের অনেক দূরে ছিল, তখনই তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়। গ্রামের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিদ্যালয়টি গড়ে তুলতে গ্রামের মানুষও তাঁর সঙ্গে একযোগে কাজ করেছেন এবং পরে এটি এলাকার শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে খ্যাতি অর্জন করে।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাদমান সাকিব বলেন, “বেলায়েত হোসেন মৃধা ছিলেন সত্যিকারের আলোর দিশারী। তিনি শুধু স্কুল বানাননি, মানুষের চিন্তাভাবনা বদলে দিয়েছিলেন।”

শিক্ষার পাশাপাশি তিনি গ্রামের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতেন। অভাবগ্রস্ত পরিবারের সন্তানদের পড়াশোনার সুযোগ দিতে তিনি সর্বদা উদ্যোগী ছিলেন। তাঁর প্রচেষ্টায় গ্রামের মানুষ শিক্ষার গুরুত্ব বুঝতে শেখে এবং একতার বন্ধন দৃঢ় হয়।

আজ তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শত শত প্রাক্তন শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছেন। বিদ্যালয়ের সামনে এখনও দাঁড়িয়ে আছে তাঁর হাতে লাগানো গাছগুলো, যা যেন আমাদের মনে করিয়ে দেয়, “যে মানুষ নিজেকে বিলিয়ে দিতে জানে, সে কখনোই সত্যিকারের মরে না।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!