সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনিসুল হক বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পথসভা ও গণসংযোগ করেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করেন এবং মধ্যনগর বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগ শেষে আনিসুল হক মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, “যেই মনোনয়ন আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এটি দেশের কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ ও উন্নয়ন নিশ্চিত করবে। তাই আসন্ন নির্বাচনে দলের সকল নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
গণসংযোগ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত, সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, সদস্য মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল ও যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. বাপ্পী হাসান প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে