AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো আন্তর্জাতিক সম্মেলন BIM-2025


Ekushey Sangbad
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ প্রতিনিধি
০৬:৪৩ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো আন্তর্জাতিক সম্মেলন BIM-2025

রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “বিগ ডাটা, আইওটি ও মেশিন লার্নিং (BIM 2025)”, যা চতুর্থ শিল্প বিপ্লবের মূল প্রযুক্তি বিষয়গুলোকে সামনে নিয়ে আয়োজন করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এসটিএসিতে প্রথম দিন অনুষ্ঠান উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়। সম্মেলন আয়োজন করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এবং সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং যৌথভাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৫টিরও বেশি দেশ থেকে ৬৩১টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। ব্লাইন্ড পিয়ার রিভিউ শেষে ২৫১টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে, যা স্প্রিঞ্জার লেকচার নোট এবং টেইলর ও ফ্র্যান্সিস বইয়ে প্রকাশিত হবে। উল্লেখযোগ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা ৪০টিরও বেশি প্রবন্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সুচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন (উপাচার্য, গ্রীন ইউনিভার্সিটি), অধ্যাপক ড. এম. শামীম কায়সার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং এডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী (বিওটি সদস্য, ডিআইইউ)। অনলাইনের মাধ্যমে দেশ ও বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞরাও অংশগ্রহণ করেন।

সারা দিনব্যাপী চলা প্রযুক্তি সেশনগুলোতে সমসাময়িক ও ভবিষ্যত বিশ্বের প্রযুক্তি বিষয়গুলোর ওপর আলোচনা হয়। সম্মেলনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়েটের অধ্যাপক ও বিসিএস প্রেসিডেন্ট ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, আর সাংগঠনিক চেয়ার রয়েছেন ডিআইইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!