পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষানপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও মানসম্মত পাঠদানের উদ্দেশ্যে ইন–হাউজ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ( শহীদ ওমর ফারুক ভবন) কলেজ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে আধুনিক পাঠদান কৌশল, তথ্যপ্রযুক্তি–নির্ভর শিক্ষাদান, শিক্ষার্থীদের সাথে কার্যকর যোগাযোগ, গবেষণামূলক কাজে সম্পৃক্ততা এবং পাঠদানের গুণগত মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা ।
ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক জেসমিন আক্তার । এছাড়াও উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শিক্ষকরা কেবল জ্ঞান বিতরণকারী নন,বরং জাতি গঠনের কারিগর। যুগের পরিবর্তনের সাথে সাথে পাঠদানের কৌশল ও প্রযুক্তি ব্যবহারেও পরিবর্তন আনতে হবে। এ ধরনের ইন হাউস ট্রেনিং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে সহায়তা করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

