ঝিনাইদহের কোটচাঁদপুরে ছাগলের জন্য গাছের পাতা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হযরত আলী (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার বিকেলে কোটচাঁদপুর-খালিশপুর সড়কের পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী পৌরসভার দুধসরা মসজিদপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৪টার দিকে হযরত আলী মেহগনি গাছের পাতা ভাঙতে যান। ওই গাছের উপর দিয়ে বিদ্যুতের ৩ হাজার ৩ শ ভোল্টের তার গিয়েছিল। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে ঝুলে পড়েন। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক (অপু) বলেন, “রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, ঘটনাস্থল মহেশপুর থানা এলাকায় পড়েছে। তাই ময়নাতদন্তের বিষয়টি তাদের ওপর নির্ভর করছে।
একুশে সংবাদ/এ.জে