AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবির ব্যস্ত সড়ক সংস্কারে সরেজমিনে উপাচার্যের পরিদর্শন



বাকৃবির ব্যস্ত সড়ক সংস্কারে সরেজমিনে উপাচার্যের পরিদর্শন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড় থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ব্যস্ত সড়কটির চলমান সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মঙ্গলবার (২৭ মে) বেলা ২টায় সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন, প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. মুনির হোসেন, প্রফেসর ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, স্বাধীনতার পূর্বে নির্মিত কংক্রিটের এই সড়কটি সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। প্রতিবছর বর্ষাকালে জলাবদ্ধতার কারণে এটি চলাচলের অনুপযুক্ত হয়ে যেত। পুনঃনির্মাণ সম্পন্ন হলে ছাত্র-ছাত্রীসহ সকলের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!