AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২২ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচনে পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারের নিজস্ব অর্থায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে এই সরঞ্জাম কেনা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের সময় পুলিশের প্রয়োজন মেটাতে ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহ করা হবে। প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে, দ্রুতই এটি বাস্তবায়ন করতে হবে।”

খরচের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নির্দিষ্ট পরিমাণ এখনও বলা সম্ভব নয়। তবে এই ক্রয় ইউএনডিপির মাধ্যমে সম্পন্ন হবে। “আমরা যেমন ভ্যাকসিন ইউনিসেফের মাধ্যমে আনি, ঠিক তেমনি এখানে ইউএনডিপি দামের স্বচ্ছতা ও মানের নিশ্চয়তা দেবে। এতে সরকারকে সরাসরি দরপত্র প্রক্রিয়ায় যেতে হবে না,” বলেন তিনি।

এ বিষয়ে আরও বলেন, ব্যয়ভার বহন করবে বাংলাদেশ সরকার। অর্থ মন্ত্রণালয় এ জন্য অর্থ বরাদ্দ দেবে এবং নির্বাচন-সংক্রান্ত বাজেট থেকে তা মেটানো হবে। তবে সরঞ্জাম সরবরাহ করা হবে পুলিশকে, নির্বাচন কমিশনকে নয়।

অর্থ উপদেষ্টা আশ্বাস দেন, নির্বাচনের প্রয়োজনীয় যেকোনো সরঞ্জাম বা সহায়তায় সরকারের পক্ষ থেকে কোনো ঘাটতি রাখা হবে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!