AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবি এআইএস সনাতনী স্টুডেন্ট‍‍`স এসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৭:৩৪ পিএম, ২৫ আগস্ট, ২০২৫

জবি এআইএস সনাতনী স্টুডেন্ট‍‍`স এসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সনাতনী স্টুডেন্ট‍‍`স এসোসিয়েশন কতৃক সনাতনী নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২৪ আগস্ট) বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন, সংগঠনের সভাপতি উজ্জ্বল চন্দ্র দাস, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সজীব মজুমদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ অপু সাহা।

শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে জবির একমাত্র শহীদ হিসাববিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদ এবং তাঁর পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নীলোৎপল সরকার। অনুষ্ঠানে তিনি নবীন শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। সংগঠনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একাডেমিক ও কর্মজীবনে সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন সনাতনী শিক্ষার্থী সিদ্ধার্থ সরকার ঝলক। তিনি ধর্মীয় জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে গীতাপাঠ ও মন্দিরে উপস্থিত হওয়ার জন্য উৎসাহিত করেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সূর ও অদিত কর—যারা নবীনদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সংগঠনের কোষাধ্যক্ষ অপু সাহা বলেন, “একাউন্টটিং বিভাগে নবাগত ২০ ব্যাচের সনাতনী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের নতুন যাত্রা আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি এটি আমাদের সংগঠনের জন্যও এক বিশেষ গৌরবের মুহূর্ত। নবীন মানেই প্রাণবন্ত, উচ্ছল ও স্বপ্নময় সত্তা। নতুন প্রজন্মের আগমনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে আরও জীবন্ত, আরও বর্ণিল। আপনাদের পদচারণায় ভরে উঠবে আমাদের প্রাঙ্গণ, আপনাদের উদ্যমে প্রাণবন্ত হবে প্রতিটি আয়োজন।

সকল নবীন শিক্ষার্থীর প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। জীবনের প্রতিটি ধাপে সফলতা, সুখ ও সমৃদ্ধি আপনাদের সঙ্গী হোক—এই প্রত্যাশা রইলো।”

উক্ত অনুষ্ঠান নিয়ে নিয়ে নবীন শিক্ষার্থী ত্রয়ী ধর বলেন, “প্রথমেই আমি আমার সকল দাদা ও দিদিদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি কখনোই ভাবিনি বিশ্ববিদ্যালয় জীবনে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার পাব। এই নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাথে সকল দাদা ও দিদিদের ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছে। এছাড়াও ১৯ ব্যাচের দাদা ও দিদিরা আমাদের সকলের জন্য বিভিন্ন উপহারের ব্যবস্থা করেছে। এসকল কিছুর জন্য আমি আমার ডিপার্টমেন্টের সকল দাদা ও দিদিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

নবীন শিক্ষার্থী অন্তিম চন্দ্র কুন্ডু বলেন, “আমি কখনো ভাবিনি যে আমরা এত সুন্দর ও আন্তরিকভাবে নবীনবরণ অনুষ্ঠান পাব। আমার স্কুল ও কলেজ জীবনে ধর্মীয় বিষয় নিয়ে তেমন কোনো আয়োজন হয়নি, এজন্য মনে কিছুটা আক্ষেপ ছিল। তবে মনে একটি ছোট্ট আশা ছিল, বিশ্ববিদ্যালয়ে এসে নিজের ধর্মকে নতুনভাবে পালন ও উপভোগ করতে পারব। সেই আশারই পূর্ণ প্রতিফলন ঘটেছে গতকালকের আয়োজনে। আপনাদের আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আমরা সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। আমাদের জানা মতে জগন্নাথে এ.আই.এস. এর মতো হিন্দু শিক্ষার্থীদের জন্য আর কোনো সংগঠন নেই—এটি আমাদের জন্য গর্বের বিষয়। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ১৯ ব্যাচের দাদা-দিদিদের, যারা আমাদের ভালোবাসার নিদর্শনস্বরূপ সুন্দর উপহার প্রদান করেছেন। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক ও সার্থক সমাবেশে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!