AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআইইউতে শুরু হচ্ছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন বিএইএম ২০২৫


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০৪:৪৩ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ডিআইইউতে শুরু হচ্ছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন বিএইএম ২০২৫

চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস (IoT) এবং মেশিন লার্নিংকে সামনে রেখে আগামী ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হতে যাচ্ছে 3rd International Conference on Big Data, IoT and Machine Learning (BIM 2025)।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), এবং সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং যৌথভাবে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে ১৫টিরও বেশি দেশ থেকে মোট ৬৩১টি গবেষণাপত্র জমা পড়ে। Double-Blind Peer Review প্রক্রিয়ার মাধ্যমে যাচাই শেষে ২৫১টি মানসম্পন্ন গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে। গৃহীত ও উপস্থাপিত সব পেপারই Springer Lecture Notes in Networks and Systems অথবা Taylor & Francis CRC বই সিরিজে প্রকাশিত হবে।

তিন দিনব্যাপী এই সম্মেলনে থাকছে সাতজন কী-নোট স্পিকার, পাঁচজন আমন্ত্রিত আলোচক এবং ত্রিশটি টেকনিক্যাল সেশন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, হেলথ ইনফরমেটিক্স, স্মার্ট সিটি ও গ্রীন কম্পিউটিং।

BIM 2025 প্রযুক্তি-নির্ভর বাংলাদেশ বাস্তবায়নে গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

সম্মেলনের Conference Chair হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়েটের অধ্যাপক ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন। আর Organizing Chair হিসেবে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও বিসিএসের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!