AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টঙ্গীতে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৮ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

টঙ্গীতে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বাস দেন, প্রয়োজনে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তাও দেওয়া হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।

এর আগে সোমবার দুপুরে টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। এতে ফায়ার সার্ভিসের চার কর্মী গুরুতরভাবে দগ্ধ হন। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

চিকিৎসকরা জানিয়েছেন, যেকোনো রোগীর শরীরের ৪০ শতাংশের বেশি অংশ পুড়ে গেলে তা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আহতদের সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তারা।

দগ্ধদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

একুশে সংবাদ/য.ট/এ.জে

Link copied!